তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর তার গঠিত মন্ত্রিসভা প্রকাশ্যে আসে।
আল জাজিরার খবরে বলা হয়, ক্ষমতায় আসার পর সাবেক অর্থনৈতিক প্রধান এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত সাবেক ব্যাংকার মেহমেত সিমসেককে কোষাধ্যক্ষ এবং অর্থমন্ত্রী নিয়োগ করেছেন তুর্কি প্রেসিডেন্ট।
তবে নতুন মন্ত্রিসভায় বহাল রয়েছেন স্বাস্থ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীরা।
নবনিযুক্ত কোষাধ্যক্ষ এবং অর্থমন্ত্রী মেহমেত সিমসেক ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তুরস্কের অর্থমন্ত্রী ছিলেন।
এরদোয়ানের নিয়োগ করা উল্লেখযোগ্য মন্ত্রীবৃন্দ হলো- পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া, শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন, বিচারমন্ত্রী ইলমাজ তাঙ্ক, ব্যবসা বিষয়ক মন্ত্রী ওমের বোলাত।