গদি টিকিয়ে রাখতে দেশের মানুষকে বাজি ধরেছে সরকার : গণতন্ত্র মঞ্চ

গদি টিকিয়ে রাখতে দেশের মানুষকে বাজি ধরেছে সরকার : গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু নির্বাচন করার কথা বলে বিরোধী দলের সমাবেশ বানচালের পরিকল্পনা করছে সরকার। কিন্তু সমাবেশ বাধা দিলে এর পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

রোববার (৪ জুন) অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে রোডমার্চ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ। চারদিন ব্যাপী এই রোডমার্চ শেষ হবে রংপুরে গিয়ে৷

এদিন সকালে রোডমার্চ শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা।

এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার জবরদস্তি করে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে চলে গেছে। তারা এখন দেশ ও দেশের জনগণের অস্তিত্ব নিয়ে ছেলে খেলা শুরু করেছে।

নেতারা অভিযোগ করে বলেন, নিজের গদি টিকিয়ে রাখার জন্য সরকার দেশের মানুষকে বাজি ধরেছে৷ শনিবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে সরকারের থলের বেড়াল বেরিয়ে গেছে বলেও মন্তব্য করেন নেতারা।

news24bd.tv/FA