জনপ্রতিনিধি কিংবা প্রভাবশালী যেই হোক না কেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন। আজ রোববার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে মাদক অভিযানে আহত র্যাব সদস্যকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, মাদকের সাথে আইন প্রয়োগকারী সংস্থার কেউ যুক্ত থাকলেও তাদের ধরতে র্যাব পিছপা হবো না।
তিনি বলেন, ইতোমধ্যে মেহেরপুরে মাদক অভিযানের এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
news24bd.tv/রিমু