মার্কিন ভিসা নীতির ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে : আমু

ফাইল ছবি

মার্কিন ভিসা নীতির ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে : আমু

নিজস্ব প্রতিবেদক

১৪ দল মনে করে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যয় নিয়েছে, সেখানে আমেরিকার ভিসা নীতির ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় ভিসানীতি তাদেরকে প্ররোচনা দেবে।

রোববার (৪ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসভবনে বৈঠক শেষে দলের মুখপাত্র এসব কথা বলেন। এসময় তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে সংবিধান আলোকে নির্বাচনে সবাইকে আসার আহ্বান করছে ১৪ দল।

১৪ দলের মুখপাত্র বলেন, সংবিধানের ভিতরে কোনো ফাঁক ফোকর থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু নির্বাচন সংবিধান অনুযায়ী হতে হবে। সংবিধানের প্রতি আস্থা থাকলে সবার অংশগ্রহণ করা উচিৎ।

তিনি আরও বলেন, জনস্রোতের বাইরে প্রশাসনও যেতে পারে না। তার উদাহরণ গাজীপুর সিটি নির্বাচন।

এছাড়া বাজেটে কলম ও কাগজের দাম বৃদ্ধি পড়াশোনার ব্যাঘাত ঘটতে পারে বলেও মনে করে ১৪ দল।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক