'তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশের উপর দ্বৈতকর তুলে দেয়া উচিত' 

ফাইল ছবি

'তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশের উপর দ্বৈতকর তুলে দেয়া উচিত' 

তাসনুভা অন্তরা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশের উপর দ্বৈতকর তুলে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ রোববার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম- সিএমজেএফ আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর হার ব‍্যবধান অবশ‍্যই বাড়ানো দরকার। এতে ভালো কোম্পানিগুলো শেয়ারবাজারে আসবে।

তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়া হবে।

প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার নিয়ে কিছু না থাকার বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়কে লিখিত জানানো হবে। এনবিআরের টাকা আদায়ের চাপ থাকে বলেই তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে পারে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

news24bd.tv/রিমু