পৃথিবীর ২১টি দেশ তাদের নিজেদের সংস্কৃতি, রকমারি খাদ্য উপস্থাপন ও বিক্রির মাধ্যমে সংগ্রহ করা অর্থ ডেনিশ রিফিউজি কাউন্সিল ফান্ডে জমা করার উদ্যোগে ডেনমার্কে এক ডিপ্লোমেটিক বাজারের আয়োজন করা হয়েছে।
ডেনমার্কে বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতদের সহধর্মিণীদের সহযোগিতায় শনিবার এ মেলার আয়োজন করা হয়।
কোপেনহেগেনের গেইনটপটি সিটি হলে আয়োজিত মেলায় বাংলাদেশ দূতাবাসসহ ডেনমার্কে অবস্থিত ২১টি দেশের দূতাবাস তাদের নিজস্ব দেশীয় পোশাক, খাবার ও রকমারি সাজের নিজ নিজ দেশের উৎপাদিত পণ্য সামগ্রী উপস্থাপন করে।
মেলায় বাংলাদেশের স্টলটি ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মেলায় প্রতিনিধিত্ব করেন ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল করিম। সার্বিক সহযোগিতায় ছিলেন রাষ্টদূতের সহধর্মিণী সহিলা করিম।
এছাড়াও কোপেনহেগেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলমসহ ডেনমার্কে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী।
মেলায় বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করে জার্মানি, সার্বিয়া, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ইসরাইল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ব্রাজিল, পোল্যান্ড, আর্মেনিয়া, রুমানীয়া, সৌদি আরব, জর্জিয়া, মিশর ও বুলগেরিয়ার দূতাবাস।
news24bd.tvতৌহিদ