রিয়াল মাদ্রিদ ছাড়ছেন বেনজেমা 

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন বেনজেমা 

অনলাইন ডেস্ক

১৪ বছর রিয়াল মাদ্রিদে রাজত্ব করেছেন করিম বেনজেমা। তবে এ মৌসুম শেষ হলেই তিনি রিয়াল ছাড়বেন বলে ক্লাবটি জানিয়েছে।    

মৌসুমের শেষ ম্যাচ খেলতে আজ রোববার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিকো বিলকাওয়ের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জার্সিতে দলটির স্ট্রাইকার করিম বেনজেমার এই শেষ ম্যাচ হবে।

 

মৌসুম চলাকালীন রিয়ালে তার আরও এক মৌসুম খেলার সম্ভাবনা জোরালো ছিল। কিন্তু চুক্তি নবায়ন করছেন না তিনি। ফ্রি এজেন্টে ছাড়ছেন ক্লাব।

রিয়াল বিবৃতিতে বলেছে, বেনজেমা সময়কালে ২৫টি ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ।

এর মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি লা লিগা শিরোপা এবং তিনটি কোপা দেল রে মুকুট।

আগামী মঙ্গলবার রিয়াল মাদ্রিদ বেনজেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিদায় অনুষ্ঠান করবে। ফ্লোরেন্তিনো পেরেজ ৩৫ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকারকে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন।

সংবাদ মাধ্যম জানিয়েছে, সৌদি আরবের প্রো লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ তাকে দুই মৌসুমের জন্য ৪০০ মিলিয়ন ইউরো বেতনে চুক্তির প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ফ্রান্স জাতীয় দলকে আগেই বিদায় বলা ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক