সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় যমুনা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে যমুনা নদীর এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর পয়েন্ট থেকে চৌহালী নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
চৌহালী নৌ-ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ জানান, দুপুরে উজান থেকে যুবকের মরদেহটি ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সংবাদ পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv/কেআই