সাবেক গোয়েন্দা সংস্থা প্রধানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন এরদোয়ান 

সাবেক গোয়েন্দা সংস্থা প্রধানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন এরদোয়ান 

অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুর্কিয়ের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান হাকান ফিদান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মেভলুত চাভুওলুর স্থলাভিষিক্ত হয়েছেন।

আঙ্কারায় পার্লামেন্ট এবং প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানের পর এরদোগান তার নতুন মন্ত্রিসভা উন্মোচন করেন।

২০১০ সালের মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিদানকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নিযুক্ত করা হয়েছিল। তিনি সফলভাবে তুর্কি উন্নয়ন ও সহযোগিতা সংস্থার (টিকা) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৮৬ থেকে ২০০১ সালের মধ্যে ১৫ বছর তুর্কি সশস্ত্র বাহিনীতে নন-কমিশনড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্র- ডেইলি সাবাহ

news24bd.tvতৌহিদ