ক্ষতি করতে পারমাণবিক বোমা নয়, সাইবার অ্যাটাকই যথেষ্ট: পলক

ক্ষতি করতে পারমাণবিক বোমা নয়, সাইবার অ্যাটাকই যথেষ্ট: পলক

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘এই সাইবার হামলার হাত থেকে সুরক্ষা করতে হলে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কারও অর্থ বা তথ্য কেউ যদি চুরি করতে চায় আর বন্দুক-পিস্তল নিয়ে আক্রমণ করতে হবে না। সাইবার অ্যাটাক করেই চুরি করে নিতে পারে। এমনকি একটি দেশ যদি আর একটি দেশের ক্ষতি করতে চায় তাহলে পারমাণবিক বোমা ব্যবহার করতে হবে না।

সাইবার অ্যাটাক করে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা, টেলিফোন ব্যবস্থা, অর্থনৈতিক লেনদেন, সবকিছু ধ্বংস করে দেওয়া সম্ভব।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে সিংড়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সাইবার জগৎটাকে নিরাপদ রাখতে হলে আমাদের ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সোসাইটি সহ এই চার স্তরে গুরুত্ব দিতে হবে। আমরা বর্তমানে ডিজিটাল যুগে একটা কাঁচের ঘরের মতো একটি জগতে বসবাস করছি।

যেখানে অপরাধ করে বের হয়ে আসার সুযোগ নেই।

news24bd.tvতৌহিদ