ভারতে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ ১০ বাংলাদেশির খোঁজ মিলেছে

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ ১০ বাংলাদেশির খোঁজ মিলেছে

অনলাইন ডেস্ক

ভারতের ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যে ১০ বাংলাদেশি নিখোঁজ ছিল তাদের খোঁজ পাওয়া গেছে। রোববার (৪ জুন) কলকাতায় বাংলাদেশে ডেপুটি হাইকমিনার আন্দালিব ইলিয়াস সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর ১০ জন বাংলাদেশির বিষয়ে তাদের নিকটাত্মীয়রা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের সবাইকে আমরা খুঁজে পেয়েছি।

কয়েকজন সামান্য আহত  হয়ে হাসপাতালে ছিলেন। এখন কেউ আর  হাসপাতালে নেই। ’

তিনি বলেন, দুর্ঘটনার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে। এখনও পর্যন্ত আর কেউ যোগাযোগ করেনি।

তবে আমরা হটলাইনটি চালু রাখছি। কারও কাছে যদি কোনও খবর থাকে, তবে আমরা উৎসাহিত করব আমাদের জানানোর জন্য।

ডেপুটি হাইকমিশনার বলেন, ঘটনাস্থলে আমরা যে টিম পাঠিয়েছিলাম, তারা আজ রাতেই ফিরে কলকাতায় আসছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওডিশার বালাসোর জেলার বাহানাগা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিগন্যালে অপেক্ষমাণ একটি মালবাহী ট্রেনের সঙ্গে করমণ্ডল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ফলে যাত্রীবাহী ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়। সুপারফাস্ট এক্সপ্রেস নামে আরেকটি যাত্রীবাহী ট্রেন আগেই ওই এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে ছিল। ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।

news24bd.tvতৌহিদ

এই রকম আরও টপিক