ইউক্রেনের হামলা প্রতিহত করে ২৫০ সেনা হত্যার দাবি রাশিয়ার

সংগৃহীত ছবি

ইউক্রেনের হামলা প্রতিহত করে ২৫০ সেনা হত্যার দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক

ইউক্রেনের বড় একটি হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। একইসঙ্গে ২৫০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবিও করেছে দেশটি। খবর বিবিসির।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলে সাঁজোয়া যান সমৃদ্ধ ছয়টি ব্যাটালিয়ন ও দুটি ট্যাংক ব্যাটালিয়ন নিয়ে হামলা চালায় ইউক্রেন বাহিনী।

তবে সেই হামলা প্রতিহত করে দিয়েছে রুশ বাহিনী।  

টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘৪ জুন সকালে (স্থানীয় সময়) শত্রুরা দক্ষিণ দোনেৎস্কের পাঁচটি সেক্টরে একটি বড় ধরনের আক্রমণ শুরু করে। তারা রাশিয়ান প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছিল। তবে শত্রু তার লক্ষ্য অর্জন করতে পারেনি।

পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে সামরিক গাড়িতে হামলা হচ্ছে। মস্কো দাবি করেছে, ইউক্রেন ২৫০ সৈন্যের পাশাপাশি ১৬টি ট্যাংক হারিয়েছে। এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

news24bd/ARH

এই রকম আরও টপিক