খুলনায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

কেসিসি নির্বাচন

খুলনায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আগামী ১২ জুন ভোটগ্রহণ। নির্বাচনী তফসিল অনুযায়ী আর মাত্র ৫ দিন প্রচারণার সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। হাতে বেশি সময় না থাকায় জ্যৈষ্ঠের প্রখর রোদ উপেক্ষা করে ক্লান্তিহীন ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।

আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক সোমবার (৫ জুন) সকালে নগরীর কাশেম নগর, মিস্ত্রীপাড়া বাজার, ২৪ ও ২৭নং ওয়ার্ডে গণসংযোগ ও আইনজীবী মিলনায়তনে আইনজীবীদের সাথে মতবিনিময় করেন।

এসময় তিনি খুলনার ধারাবাহিক উন্নয়নে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। একই সাথে তিনি নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করেন।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল সোমবার সকালে গোবরচাকা বউবাজার, শেখপাড়া বাজার, আলীশান মোড় ও জোড়াগেট এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, নির্বাচিত হলে নাগরিকদের সুচিকিৎসা, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা হবে।

এছাড়া জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু নগরীর খান জাহান আলী রোড, ফেরিঘাট মোড়, ২৩ ও ২৯ নং ওয়ার্ডে গণসংযোগ পথসভা করেন। তিনি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক