গণমাধ্যমে নিষিদ্ধ ইমরান খান, মুছে ফেলা হয়েছে তার সব ছবি

সংগৃহীত ছবি

গণমাধ্যমে নিষিদ্ধ ইমরান খান, মুছে ফেলা হয়েছে তার সব ছবি

অনলাইন ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত সব ধরণের সংবাদ প্রকাশ বন্ধ করে দিয়েছে দেশটির প্রথমসারির সব গণমাধ্যম। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স।  

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ঘটে যাওয়া সহিংস বিক্ষোভের সঙ্গে জড়িত তাদের সংবাদ যেন প্রকাশ করা না হয় এমন নির্দেশনা জারি করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। এর পর থেকেই ইমরান খানের ছবি, খবর এমনকি খবরে তার নাম উচ্চারণও বন্ধ রেখেছে মূল ধারার সব গণমাধ্যম।

পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) নির্দেশনায় বলেছে, ‘ঘৃণাসম্পন্ন, সহিংসতাকারী-তাদের সহযোগী এবং অপরাধীদের মিডিয়ায় প্রদর্শন যেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়’। তবে নির্দেশনায় সরাসরি ইমরান খানের নাম উল্লেখ করা হয়নি।  

এ নির্দেশনা জারির পরপরই সব গণমাধ্যম থেকে ইমরান খানের ছবি, খবর প্রকাশ করা বন্ধ করে দিয়েছে দেশটির গণমাধ্যম।  

news24bd/ARH

এই রকম আরও টপিক