ফ্রান্সে যাচ্ছে দিনাজপুরের লিচু
ফ্রান্সে যাচ্ছে দিনাজপুরের লিচু

ফ্রান্সে যাচ্ছে দিনাজপুরের লিচু

দিনাজপুর প্রতিনিধি

প্রথমবারের মতো ফ্রান্সে যাচ্ছে দিনাজপুরের লিচু। প্রথম চালানে ৪০টি ক্যারেটে ১৬ হাজার পিস বেদানা লিচু ফ্রান্সের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় লিচু রপ্তানির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। লিচুর গুণগত মান ঠিক রেখে লিচুর এই প্রথম চালান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন ও কৃষি কর্মকর্তারা।

তারা জানান, এর পরের চালানে প্রায় সাড়ে ৫ লাখ পিস চায়না থ্রি জাতের লিচু পাঠানো হবে।

জেলা প্রশাসন সূত্রে জানায়, প্রায় ৩০০ কেজি ওজনের ১৬ হাজার পিস বেদানা লিচু ঢাকা থেকে কার্গোর মাধ্যমে ফ্রান্সে যাবে। রপ্তানি করা এসব লিচু নেওয়া হয়েছে বিরল উপজেলার চকভবানী গ্রামের লিচুচাষী আফজাল হোসেনের বাগান থেকে।

কৃষি কর্মকর্তারা জানান, পরিমিত মাত্রায় কীটনাশকসহ বিভিন্ন উপকরণে এসব লিচু মান ঠিক রাখা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের তদারকিতে এসব লিচু পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এই রকম আরও টপিক