ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের কারণে যান চলাচল বন্ধ ছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে একই দিন সকালে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিদ্রোহী গ্রুপ (চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ) শো-ডাউনের আয়োজন করে।

উপজেলা সদরে শো-ডাউন যেন না করতে পারে সেটা কেন্দ্র করেই সংঘর্ষ বাধে।  

বিদ্রোহীদের শো-ডাউনে যেন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আসতে না পারে সেজন্য মহাসড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালানো হয়। প্রাইভেট, মাইক্রো, বাস, ট্রাক, পিকআপ ও অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

পুলিশ সুপার (এএসপি) (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষই মহাসড়ক ছেড়ে চলে গেছে।

news24bd.tv/রিমু