তাপপ্রবাহের প্রভাব পড়েছে টাইগার স্কোয়াডে?

সংগৃহীত ছবি

তাপপ্রবাহের প্রভাব পড়েছে টাইগার স্কোয়াডে?

অনলাইন ডেস্ক

এবার প্রচণ্ড গরমে প্রভাব গিয়ে পড়লো আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে। গরমের কারণে স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসার। এমনটিই জানিয়েছেন প্রধান মিনহাজুল আবেদিন নান্নু।  

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলন করছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, তাইজুল ইসলামরা।

শনিবার রাতে ঢাকায় আসেন চন্ডিকা হাতুরাসিংহে। রবিবার সকালে হাজির হন মিরপুর স্টেডিয়ামে। টিম ম্যানেজার নাফিস ইকবাল ও পিচ কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়ে উইকেট ঘুরে দেখে বেশ কিছু নির্দেশনা দেন। এরপর মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন।
তাতে সুযোগ পান ৫ পেসার এবং দু'জন স্পেশালিস্ট স্পিনার।

ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট একাদশে সাধারণত দুই পেসার রাখা হয়। অনেক সময় তো এক পেসার দিয়েই কাজ চালিয়ে নেওয়া হয়। সেখানে পাঁচ পেসারের অন্তর্ভুক্তি অবাক হওয়ার মতোই। দলে এত পেসার রাখার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সোমবার প্রধান নির্বাচক জানালেন, ‘প্রচণ্ড গরমে পেসারদের খেলতে হবে। অনুশীলন করতে হবে। টেস্ট শুরু হতে এখনো অনেক দেরি। এর আগে কারো কোনো সমস্যা হলে যেন ব্যাকআপ প্রস্তুত রাখা যায় সেজন্য পেসারদের তালিকাটা বড় করা হয়েছে। ’ 

২০১৯ সালে সবশেষ এই দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। সেখানে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল রশিদ খানের দল। তবে তখনকার দল থেকে বাংলাদেশের বর্তমান দল অনেক ম্যাচিউর এমনটাই মনে করেন নান্নু, ‘আমরা অনেকদিন আগে খেলেছি। আমাদের ক্রিকেটাররা এখন যথেষ্ট ম্যাচিউরড। যথেষ্ট অভিজ্ঞ। এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে, ভালো রেজাল্টটাই আমরা পাবো। ’ আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।

বাংলাদেশের স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

news24bd/ARH