আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: জাহাঙ্গীর

সংগৃহীত ছবি

আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: জাহাঙ্গীর

নিজের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন গাজীপুরের সাবেক মেয়র ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (৬ জুন) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের কাছে এ দাবি করেন তিনি।  

জাহাঙ্গীর আলম বলেন, ‘মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত সাড়ে ৬শ’ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার সবগুলো কাজই চলমান।

এর মধ্যে এত টাকা আত্মসাতের অভিযোগ কীভাবে এলো, তা নিয়েও প্রশ্ন করেন তিনি।  

তিনি জানান, দুদকের সব প্রশ্নের উত্তর এবং তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগের প্রমাণসহ উত্তর দিয়েছেন তিনি।  

এ সময় তার নামে থাকা অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে তিনি বলেন, তার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। কারা এই ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট করেছে , তাদের ধরে আইনের আওতায় আনার দাবিও জানান জাহাঙ্গীর আলম।

 

আজমত উল্লাকে গাজীপুর উন্নয়ন করতে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় তাকে সাধুবাদ জানান জাহাঙ্গীর। গাজীপুরবাসীর উন্নয়নের জন্য কাজ করবেন আজমত উল্লা বলেও প্রত্যাশা করেন তিনি।  

এর আগে দুদকের তলবে সকালে দুর্নীতি দমন কমিশনে এসে হাজির হন জাহাঙ্গীর আলম।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক