বিদ্যুৎকেন্দ্র ঘেরাও-এর নামে জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী 

সংগৃহীত ছবি

বিদ্যুৎকেন্দ্র ঘেরাও-এর নামে জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী 

অনলাইন ডেস্ক

বিদ্যুৎকেন্দ্র ঘেরাও কর্মসূচির নামে বিএনপি জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপির বিদ্যুৎকেন্দ্র ঘেরাও কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি না। সহিংসতা করার জন্যই তারা এমন কর্মসূচি দিয়েছে। ’  

মঙ্গলবার (৬ জুন) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এর আগে বিএনপি বিদ্যুৎকেন্দ্র জালিয়ে দিয়েছিল, এবার ঘেরাও কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

হাছান মাহমুদ বলেন, ‘এখন শতভাগ মানুষ বিদ্যুৎ পায়। একটু বিদ্যুৎ চলে গেলে যেভাবে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, তাতে সরকারের এত বড় সাফল্য বিলীন হবে না। মানুষ আগে তুলনা করুক অতীতের তুলনায় ভালো আছে কি না।

 বিদ্যুতের এই অসুবিধা সাময়িক। সমস্যা দূর হবে শিগগিরই। ’ 

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন বানচাল করার পরিকল্পনা না করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করুক। ’

মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দেওয়ার পর থেকে বিএনপি’র মধ্যে অন্তরজ্বালা শুরু হয়ে গেছে। কারণ তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে কোথাও স্বীকৃতি পায়নি।

news24bd.tv/আইএএম