সমাবেশের অনুমতি চাইতে ফের ডিএমপিতে জামায়াতের প্রতিনিধি দল

সংগৃহীত ছবি

সমাবেশের অনুমতি চাইতে ফের ডিএমপিতে জামায়াতের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক

অনুমতি না মেলায় ৫ জুনের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে জামায়াতে ইসলামী। তবে ১০ জুন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দুপুর ২টায় নতুন করে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। সেই কর্মসূচির অনুমতি চাইতে আবারও ডিএমপি কার্যালয়ে গেছে দলটির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে যায়।

প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হোসাইন, অ্যাডভোকেট জালাল আহমেদ, মো. তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ। ডিএমপিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন জামায়াতের প্রতিনিধি দল।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের নেতা ও অন্যান্য ওলামাদের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ৫ জুন জামায়াতের পক্ষ থেকে কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল।

news24bd.tv/আলী