ইথিউপিয়া প্রতিনিধি দলের ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন

ইথিউপিয়া প্রতিনিধি দলের ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন

শেখ আহসানুল করিম, বাগেরহাট

দারিদ্রতা জয় করে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ থেকে অভিজ্ঞতা অর্জন করতে আসা আফ্রিকা মহাদেশের দরিদ্রপিড়িত ইথিউপিয়া সরকারের ৮ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর পরিদর্শন করেছেন। ইথিউপিয়ান সরকারের সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফাসিকাউ মোল্লা আমিরা’র নের্তৃত্বে সে দেশের বিভিন্ন সংস্থার ৮ সদস্যের প্রতিনিধি দলটি ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর পরিদর্শনকালে বাগেরহাট জেলা প্রশাসনের এনডিসি মো. মোজাহেরুল হক, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি বাগেরহাটে শহরতলীতে অবস্থিত প্রায় সাড়ে ছয় শত বছর আগে মধ্যযুগে সুলতানি আমলে হযরত খানজাহানের (রহ.) অমর সৃষ্টি ঐহিতহাসিক প্রত্মসম্পদ ষাটগম্বুজ মসজিদের নির্মাণ শৈলীসহ পোড়া ইটের তৈরি বিভিন্ন বৈশিষ্ট্যের টেরাকোটা দেখে অভিভূত হন। এসব ব্যাতিক্রম ধর্মী স্থাপত্যশৈলীরও ভূয়সী প্রশংসা করেন তারা।

এরপর প্রতিনিধি দলটি ষাটগম্বুজ মসজিদ কমপ্লেক্সের জাদুঘরে হযরত খানজাহানের (রহ.) আমলের উদ্ধার হওয়া বিভিন্ন প্রত্মসম্পদ পরিদর্শন করেন।

এর আগে ইথিউপিয়ার সরকারের প্রতিনিধি দলটি বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন সহকারি কমিশনার রোহান সরকার।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ইথিউপিয়ান কর্মকর্তারা হলেন, ইথিউপিয়ান সরকারের সিভিল সোসাইটি অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল ফাসিকাউ মোল্লা আমিরা, এনজিও ডেস্ক ডিরেক্টর খলিল ইব্রাহিম আবদি, গেটউইচ লিউ চান, মামো মলিসো গ্রাবো, রিশিড মুসতেফা মেনসুর, সিনিয়র লিগ্যাল এক্সপার্ট ইউননাস মিসগানাউ গেটিনেট, ব্যুরো অপ ফাইন্যান্স এ্যান্ড ইকোনোমি ডেভলপমেন্টের ডেপুটি ব্যুরো প্রধান কিবেডি কামবাতা বুচি, বিট্রিশ কাউন্সিলের এনগেজমেন্ট এ্যান্ড ইনফ্লুয়েন্স প্রধান সোসিনা লিমমা গোবিনা।

news24bd.tvতৌহিদ