বিএনপির সাথে এখনও আলোচনার সিদ্ধান্ত হয়নি : কাদের

ফাইল ছবি

বিএনপির সাথে এখনও আলোচনার সিদ্ধান্ত হয়নি : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনার সিদ্ধান্ত এখনও নেই নাই। দেশে এমন কোনো সংকট নেই যে জাতিসংঘের মধ্যস্থতার প্রয়োজন হবে।

বুধবার (৭ জুন) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে কাদের আরও বলেন, মধ্যস্থতা নয় বরং নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করা ভালো। এর আগে গতকাল মঙ্গলবার এক সভায় ১৪ দলের মুখপাত্র আমীর হোসেন আমু জানান, প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সাথে আলোচনা করা হবে।

এদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। পিটার হাসকে ফখরুল জানান, এ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মির্জা ফখরুল সংবাদমাধ্যমে জানান, রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তিনি সেখানে যান এবং প্রায় একঘণ্টা অবস্থান করেন। সে সময় তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং নতুন মার্কিন ভিসা নীতি নিয়ে আলোচনা করেছেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক