তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) প্রধান হিসেবে নিয়োগ পেলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দীর্ঘদিনের সহচর ও মুখপাত্র ইব্রাহিম কালিন। সোমবার তাকে নিয়োগ দেন প্রেসিডেন্ট।
তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এর বরাতে রয়টার্স জানায়, সোমবার (৬ জুন) রাতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়। ইব্রাহিম কালিন সাবেক গোয়েন্দাপ্রধান হাকান ফিদানের স্থলাভিষিক্ত হয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিসভা নয়, সোমবার চিফ অফ জেনারেল স্টাফ এবং প্রধান নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টাসহ বেশ কয়েকটি শীর্ষ পদে নতুন লোক নিয়োগ দিয়েছেন।