আগামী নির্বাচনকে সামনে রেখে সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের একেক সময় একেক বক্তব্যই তাদের চরিত্রকে প্রকাশ করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৭ জুন) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেশের প্রধান জাতীয় সংকটে পরিণত হয়েছে।
এবারের বাজেট সম্পূর্ণ গণবিরোধী বাজেট বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের সাধে সংলাপ হবে কি না এ বিষয়ে করা প্রশ্নের জবাব দেননি বিএনপি মহাসচিব।