সংলাপ নিয়ে আমুর মন্তব্য তাঁর নিজস্ব: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

সংলাপ নিয়ে আমুর মন্তব্য তাঁর নিজস্ব: তথ্যমন্ত্রী

শাহনাজ ইয়াসমিন

বিএনপির মতো একটি সন্ত্রাসী দলের সঙ্গে আলোচনা করে কী লাভ হবে এমন প্রশ্ন করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা নির্বাচনকে ভয় পায়। ২০১৪ সালে নির্বাচনকে কেন্দ্র করে দেশে যেমন জ্বালাও পোড়াও করেছে বিএনপি এবারও নির্বাচনে না এসে এমনটা করার চেষ্টা করছে তারা। কিন্তু এখন সেটা করতে পারবে না তারা, সে সুযোগ পাবেনা।

বুধবার (৭ জুন) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে এসব বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সাথে সংলাপ হতে পারে এবং সেক্ষেত্রে জাতিসংঘ মধ্যস্ততা করতে পারে- জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর এমন মন্তব্য তাঁর নিজস্ব মতামত। এটা দলের বা সরকারের বা ১৪ দলের বক্তব্য নয়। এ নিয়ে ১৪ দলের মধ্যে কোনো আলোচনাও হয়নি।

তিনি বলেন, আগের মতো নির্বাচন কমিশন যদি বিএনপিকে ডাকে, সেখানে আওয়ামী লীগকে ডাকলে অবশ্যই যাবে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রী দায়িত্বে থাকবেন, যেভাবে উন্নত গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়।

news24bd.tv/রিমু