দুই বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তবে দলের ‘ইমার্জেন্সি কলে’ অবসর ভেঙে ফের টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। জ্যাক লিস ইনজুরির কারণে ছিটকে পড়ায় তার পরিবর্তে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি।
গত সোমবার মঈন আলী নিজেই জানিয়েছিলেন, টেস্ট দলে ফিরতে তাকে অনুরোধ করা হয়েছে।
এজবাস্টন এবং লর্ডসে হতে যাওয়া অ্যাশেজের প্রথম দুই টেস্টের স্কোয়াডে মঈনকে রাখার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার মর্যাদার অ্যাশেজের লড়াই। তার আগে মঈনকে টেস্ট দলে ফেরানো নিয়ে কি বলেছেন, ‘সপ্তাহের শুরুতে মোকে টেস্ট ক্রিকেট ফেরার কথা জানাই।
২০২১ সালের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর আর প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যায়নি মঈন আলীকে। প্রথম টেস্টের ভেন্যু এজবাস্টনে এই ক্রিকেটার সবশেষ খেলেছিলেন ২০১৯ সালে। ওই ম্যাচে ১৭২ রানে ৩ উইকেট নেওয়ার পর দল থেকে বাদ পড়েন তিনি।
news24bd.tv/SHS