সংলাপ নিয়ে এলোমেলো বকছে আওয়ামী লীগ: খন্দকার মোশররফ 

সংগৃহীত ছবি

সংলাপ নিয়ে এলোমেলো বকছে আওয়ামী লীগ: খন্দকার মোশররফ 

অনলাইন ডেস্ক

সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতারা এলোমেলো বকছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশররফ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে বলেই উল্টা-পাল্টা কথা বলছে দলটির নেতারা।  

বুধবার (৭ জুন) প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড্যাবের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার অধীনে কোনো নিবর্বাচন সুষ্ঠু হতে পারে না দাবি করে বিএনপির এই নেতা বলেন, কোনোরকম শর্ত ছাড়াই সরকারকে পদত্যাগ করতে হবে।

অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্বাচনের দিতে হবে।  

এ সময় ভিসা নীতি আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ায় আমেরিকার বিরুদ্ধে শেখ হাসিনা কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেন, জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে। আজ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংলাপের বিকল্প নেই বলে মন্তব্য করেন।

তবে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে না। আমির হোসেন আমুর বক্তব্য তার ব্যক্তিগত বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

news24bd.tv/আইএএম