সম্প্রতি পরীমনির স্বামী শরীফুল রাজের ফেসবুক থেকে কিছু ছবি ও ভিডিও ফাঁসের পরই তাদের দাম্পত্য কলহ সামনে আসে। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পরীমনি জানান, শরিফুল রাজের কাছ থেকে ডিভোর্স চান তিনি। তবে ভিডিও ফাঁসের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
সোমবার রাতে বিষয়টি নিয়ে আবারও কথা বলেন সুনেরাহ।
সুনেরাহ বলেন, ‘এ ঘটনায় আমার কোনো হাত নেই।
তবে পুরো ঘটনায় তাঁকে যেভাবে দোষী করা হচ্ছে, সেটা নিয়ে ক্ষোভ জানিয়েছেন সুনেরাহ। তিনি বলেন, ‘কোনো প্রমাণ ছাড়া ভিডিও ফাঁসের ঘটনায় আমাকে দোষারোপ করা হলে সেটা হবে বোকামি। আমি আসলে এ বিষয়ে জড়াতেও চাই না। এটা নিয়ে কোনো কথাও বলতে চাই না। আমার জায়গাটা ক্লিয়ার করার যতটুকু দরকার ছিল, আমি করেছি। কারও প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তবে যে পরিস্থিতি এখন চলছে, সেটা আসলে আমি ডিজার্ভ করি না। ’
এদিকে সম্প্রতি সংবাদমাধ্যমে পরীমনি জানান, অনেক দিন ধরেই তাঁদের সম্পর্ক ভালো যাচ্ছে না। একই ছাদের তলায় থাকলেও জানুয়ারি থেকে রাজ আলাদা রুমে থাকতেন। এমনকি আলাদা হওয়ার জন্য দুই মাস ধরে নিজের লাগেজ গোছাচ্ছিলেন রাজ। অবশেষে ২০ মে রাতে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এর পর থেকে তাঁদের মধ্যে কোনো যোগাযোগ নেই।
পরী জানান, রাজের সঙ্গে সম্পর্ক আর রাখতে চান না তিনি। ২৪ ঘণ্টার মধ্যে রাজকে ডিভোর্স দিতে বলেছেন পরী। তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা কোনো সুস্থ সম্পর্ক। এ সম্পর্ক আর ঠিক হবে না। ঠিক হওয়ার হলে অনেক আগেই হতো। আমার দিক থেকে শতভাগ চেষ্টা করেছি। আমি চাই ও (রাজ) ২৪ ঘণ্টার মধ্যে আমাকে ডিভোর্স দিয়ে দিক। আমি কোনো ফেক লাইফে বাঁচতে চাই না। ’
news24bd.tv/রিমু