বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশে রাখার লক্ষ্য পূরণ সম্ভব নয়: পরিকল্পনামন্ত্রী 

সংগৃহীত ছবি

বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশে রাখার লক্ষ্য পূরণ সম্ভব নয়: পরিকল্পনামন্ত্রী 

অনলাইন ডেস্ক

প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ শতাংশে রাখার যে লক্ষ্য ধরা হয়েছে আগামী অর্থবছরে তা পূরণ সম্ভব হবে না বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (৭ জুন) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টোর্স ফোরাম আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় এ কথা বলেন তিনি।  

পরিকল্পনামন্ত্রী বলেন, নিত্যপণ্যের দরবৃদ্ধি স্বাভাবিক নয়, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। তাই কৃষি, বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কঠোর অবস্থানে থাকতে হবে।

 

তবে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; বরং এতে বিনিয়োগ কমে যেতে পারে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।  

বর্তমান পরিস্থিতিতে অবকাঠামো খাতে বরাদ্দ কমিয়ে জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান এই ব্যবসায়ী নেতা।

news24bd.tv/আইএএম