বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যুর প্রায় তিন বছর পর তাঁর সম্পত্তিতে উত্তরাধিকার পেলেন তাঁর দুই মেয়ে ও সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের দুই ভাতিজি মুশফিকা মোস্তফা ও মোবাশশারা মোস্তফা। হাইকোর্টের রায় অনুযায়ী মুসলিম উত্তরাধিকার আইনে বাবা জগলুল ওয়াহিদের সম্পত্তি পাবে দুই মেয়ে। বুধবার (৭ জুন) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়।
২০২০ সালের অক্টোবরে মোস্তফা জগলুল ওয়াহিদে মৃত্যু হলে তার গুলশানের প্রায় ১০ কাঠার বাসাটি দখল করে নেন দ্বিতীয় পক্ষের স্ত্রী দাবিকারী ভারতীয় নাগরিক আঞ্জু কাপুর।
এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে দুই মেয়েকে বাসায় প্রবেশ এবং নিরাপত্তা প্রদানের নির্দেশ দেয় হাইকোর্ট। দীর্ঘ শুনানির পর আজ এই মায়লার রায় ঘোষিত হলো।
রায়ে বলা হয়, বিশেষ বিবাহ আইনে জগলুল ওয়াহিদের সঙ্গে আঞ্জু কাপুরের বিয়ে বৈধ নয়, তাই তার করা উইলের বৈধতা নেই।
news24bd.tv/আইএএম