বৃষ্টির জন্য নামাজ পড়ে কাঁদলেন মুসল্লিরা 

সংগৃহীত ছবি

বৃষ্টির জন্য নামাজ পড়ে কাঁদলেন মুসল্লিরা 

অনলাইন ডেস্ক

দিনাজপুরে কয়েকদিনের টানা তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। বুধবার (৭ জুন) সকাল ৯টার দিকে দিনাজপুর ৩ নং উপশহরের মিতালী মাঠে প্রায় ৫ শতাধিক মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেন।

মাওলানা অলিউল্লাহ সিরাজী এই নামাজে ইমামতি করেন। স্থানীয় যুবসমাজের আয়োজনে এই বিশেষ নামাজের আয়োজন করা হয়।

৩ নং উপশহরসহ আশপাশের এলাকা থেকে আসা মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির আশায় মহান আল্লাহ দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করেন তারা।

প্রসঙ্গত, দিনাজপুরে আজ ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এতে দিনাজপুরসহ আশপাশের জেলার মানুষ গরমে অনেকটাই অস্বস্তির মধ্যে জীবনযাপন করছে। ঘন ঘন লোডশেডিংয়ের অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।  
news24bd.tv/আলী