জনগণের ভোটের অধিকার সুরক্ষা করেছে আওয়ামী লীগ: শেখ হাসিনা 

সংগৃহীত ছবি

জনগণের ভোটের অধিকার সুরক্ষা করেছে আওয়ামী লীগ: শেখ হাসিনা 

আওয়ামী লীগ গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার সুরক্ষা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত যেখানে দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। অগ্নিসন্ত্রাস করেছে; সেখানে আওয়ামী লীগ  জনগণের ভোটের অধিকার সুরক্ষা করেছে।

গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ’ 

তিনি বলেন, ‘তারা ক্ষমতায় থাকাকালে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, নির্যাতন করেছে। দেশের মানুষ এগুলো ভুলে যাবে না। ’ 
প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

তারা ১০ ট্রাক অস্ত্র চোলাচালানের সঙ্গে জড়িত ছিল। ’ 

তিনি বলেন, ‘আমেরিকার ভিসা নীতিতে ভালোই হয়েছে। এখন যদি বিএনপি জ্বালাও-পোড়াও করে, তবে আমেরিকার ভিসা পাবে না। যাদের কথায় নাচে তারাই খাবে। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাস করে না। তারা অন্যের কাছে ধরনা দেয়। তারা মনে করে অন্যরা তাদের ক্ষমতায় বাসিয়ে দেবে। তা দেবে না। ’

news24bd.tv/আইএএম