তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য দিনাজপুরে বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকার আদায় ও মোনাজাত করা হয়েছে। বুধবার সকাল ৯টায় শহরের নিউটাউন মিতালী মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এই নামাজে নিউটাউন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীসহ হাজারও স্থানীয় মুসুল্লি অংশ গ্রহণ করেন।
গত দুই সপ্তাহ ধরে টানা তাপদাহে পুড়ছে দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলা। সেই সাথে দেখা নেই বৃষ্টির।
news24bd.tv/কেআই