দিনাজপুরে এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি 

দিনাজপুরে এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি 

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে হঠাৎ এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে শহরবাসী। বুধবার বিকাল পৌনে ৩টার দিকে দিনাজপুর শহরসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।  বৃষ্টির পরিমাণ কম হলেও সাধারণ মানুষেরা জানায়, এতে করে ধুলাবালি অনেকটা কমেছে পাশাপাশি কমেছে তীব্র গরমের প্রাদুর্ভাব।  

এদিকে দিনাজপুরসহ দেশের উত্তরের জেলা গুলোতে বেশ কয়েকদিন ধরে চলছে তীব্র তাপদাহ।

আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে বুধবার এ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করেছে ১ মিলিমিটার। একই দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৬২ শতাংশ।  

গত কয়েক দিন ধরে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা চলছে ৪০ ডিগ্রী সেলসিয়াসের ওপরে।

এছাড়াও এই অঞ্চলে বৃষ্টির দেখা নেই প্রায় দুই সপ্তাহ ধরে।  
 

এই রকম আরও টপিক