হজযাত্রীদের ভিসা জটিলতার সমাধান হয়েছে: ধর্ম সচিব

সংগৃহীত ছবি

হজযাত্রীদের ভিসা জটিলতার সমাধান হয়েছে: ধর্ম সচিব

অনলাইন ডেস্ক

হজযাত্রীদের ভিসা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা কেটে গেছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব হামিদ জমাদ্দার। আর হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮৫ শতাংশ ভিসা হয়ে গেছে। এ নিয়ে উদ্বেগের আর কিছু নেই। ’

আগের দিন ধর্ম মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নেওয়া হামিদ জমাদ্দার বুধবার বিকালে আশকোনার হজ ক্যাম্পে যান।

কথা বলেন হজ কর্মকর্তা ও হাব নেতাদের সঙ্গে। সেখানে তিনি গণমাধ্যমকে বলেন, ‘হজের সব কার্যক্রম ভালোভাবে চলছে। ’

ভিসা নিয়ে এক প্রশ্নের উত্তরে সচিব হামিদ বলেন, ‘এখন কোনো সমস্যা নেই। হাব নেতারা, আমরা সবাই মিলে সমাধান করে ফেলেছি।

ভিসা জটিলতার কারণে যেসব যাত্রী ফ্লাইট মিস করেছেন, তাদের কী হবে? জানতে চাইলে সচিব বলেন, ‘সবাই যেতে পারবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি, সব মিনিমাইজ হয়ে যাবে। ’

গত ২১ মে ভোর থেকে হজ ফ্লাইট শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর হজযাত্রার শুরুর দিন থেকেই দেখা দেয় ভিসা জটিলতা। প্রথম দিনেই ফ্লাইটের টিকেট থাকার পরও ভিসা না থাকায় যেতে পারেননি ১৪০ জন হজযাত্রী। তাদের ছাড়াই ওই আসনগুলো খালি রেখে উড়ালে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেডিকেটেড হজ ফ্লাইটটি।

১ জুন পর্যন্ত এভাবে ৬ হাজার ২২৮ জন যাত্রীকে পরিবহন করা যায়নি বলে বিমানের তরফে জানানো হয়েছে। এই পরিস্থিতির জন্য হজ এজেন্সিগুলোকে দায়ী করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত ৪ জুন ৯০টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে এবারের হজযাত্রীদের ভিসা সম্পন্ন না করে আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে মন্ত্রণালয়।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর জহিরুল ইসলাম ৫ জুন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানান যে, সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় থেকে ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ ভিসা সম্পন্ন করতে বলা হয়েছে।

বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় এজেন্সিগুলোকে ভিসা সম্পন্ন করার তাগিদ দিয়ে দফায় দফায় চিঠি দেয়। সবশেষ বুধবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে ৬০৩টি হজ এজেন্সিকে চিঠি দিয়ে বলা হয়, বাংলাদেশে এ পর্যন্ত ৭৮ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। বুধবারের মধ্যেই ৮০ শতাংশ ভিসা সম্পন্ন করতে হবে।

এ বছর হজে যেতে ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন নিবন্ধন করেছেন। এর অর্ধেক অর্থাৎ প্রায় ৬২ হাজার যাত্রী পরিবহন করবে বিমান। বাকি যাত্রী পরিবহন করবে সৌদি আরবের বিমান সংস্থা সৌদিয়া ও ফ্লাইনাস।

মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৬৫৫ জন হজযাত্রী। এয়ারলাইন্সগুলো হজ ফ্লাইট চালাবে ২২ জুন পর্যন্ত।  চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক