তাপমাত্রা বৃদ্ধি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সংগৃহীত ছবি

তাপমাত্রা বৃদ্ধি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক

সকাল থে‌কে রাজধানীর বি‌ভিন্ন জায়গায় দেখা গে‌ছে স্ব‌স্তির বৃ‌ষ্টি। ভারী বৃ‌ষ্টিপাত না হ‌লেও তাপপ্রবাহ কিছুটা ক‌মে‌ছে রাজধানী‌তে। আবহাওয়া অ‌ধিদপ্তর বলছে, রাজধানীসহ সারা দে‌শে তাপপ্রবাহ আর বাড়ার কো‌নো সম্ভবনা নেই। আগামী ক‌য়েক‌দিন রাজধানী মাঝা‌রি এবং দে‌শের দ‌ক্ষিণ ও দ‌ক্ষিণ পূর্বাঞ্চ‌লে ভারী বৃ‌ষ্টিপাত হ‌তে পা‌রে।

তখন কমতে পা‌রে তাপপ্রবাহ।

এ‌দি‌কে আবহাওয়া অ‌ফিস বল‌ছে, চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগে বৃ‌ষ্টি হওয়ার ফ‌লে কমতে শুরু করেছে তাপমাত্রা। রাজধানীর তাপপ্রবাহ বৃ‌দ্ধির কো‌নো সম্ভবনা দেখ‌ছেন না সংস্থা‌টি। তারা বল‌ছেন, বরং আগামী দুই তিন‌দি‌নে মাঝা‌রি বৃ‌ষ্টিপাত হ‌তে পা‌রে রাজধানী।

তবে উত্তরাঞ্চলের তাপমাত্রা কমতে আরও ২-৩ দিন সময় লাগবে। ত‌বে সারা‌দে‌শে দুই এক‌দি‌নের ম‌ধ্যেই মৌসু‌মি বায়ু সৃ‌ষ্টি হ‌য়ে যা‌বে, তৈরী হ‌বে বৃ‌ষ্টিপাত । জু‌নের মঝামা‌ঝি‌তে শুরু হ‌বে বর্ষাকাল।

news24bd/ARH