বার্সায় না যাওয়ার কারণ জানালেন মেসি

সংগৃহীত ছবি

বার্সায় না যাওয়ার কারণ জানালেন মেসি

অনলাইন ডেস্ক

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না নিশ্চিত হওয়ার পর থেকেই মেসির পরবর্তী গন্তব্য নিয়ে গুঞ্জন শুরু হয়। মেসিকে সাইন করাতে সৌদির ক্লাব আল-হেলালের ক্লাব কর্তারা যান প্যারিসে। পরে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি জানান বার্সায় ফিরতে চান মেসি। পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিও।

তবে শেষমেশ বার্সেলোনা, আল-হিলাল ছেড়ে মিয়ামিকেই বেছে নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর তার কারণটাও নিজেই জানালেন তিনি।

মেসি বলেন, 'আমি আমার ভবিষ্যৎ অন্যের হাতে ছেড়ে দিতে চাইনি। কোনোভাবে, আমি নিজের সম্পর্কে, আমার পরিবারের কথা ভেবে নিজের সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম।

যদিও আমি শুনেছি যে, লা লিগা সবকিছু মেনে নিয়েছে এবং আমার ফিরে আসার জন্য সবকিছু ঠিক আছে... এখনও অনেক কিছুর ঘাটতি ছিল। শুনেছি যে ক্লাবে খেলোয়াড়দের বিক্রি করতে হতো বা খেলোয়াড়দের বেতন কমাতে হত এবং সত্য হল যে আমি এর মধ্য দিয়ে যেতে চাইনি, দায়িত্ব নিতে চাইনি বা এই সমস্ত কিছুর সাথে কিছু করতে চাইনি। ...? বার্সেলোনায় আমি যখন ছিলাম তখনকার অনেক কিছুর জন্য আমাকে দায়ী করা হয়েছিল। এসব শুনে কিছুটা ক্লান্ত ছিলাম। আমি চাইনি এসবের মধ্যে আর যেতে। ' 

বার্সেলোনায় ফিরতে পারলে দারুণ হতো বলেই জানালেন মেসি। তিনি বলেন, 'আমার আগেরবারের চলে যাওয়ার ধরণটা সঠিক ছিলো না। ভেবেছিলাম এবার ফিরতে পারলে বিদায় নেওয়ার সময় সবাইকে সাথে নিয়ে সেটি করতে পারবো। কিন্তু সেটি এখন আর সম্ভব নয়। ' 

আল-হিলাল সম্পর্কে মেসি বলেন, 'অর্থ আমার কাছে কখনোই বড় বিষয় ছিলো না। সৌদি আরব থেকে আমার কাছে অনেক টাকার প্রস্তাব ছিলো। আমার কাছে সেটিকে অনেক বেশি টাকাই মনে হয়েছে। পরিবারকে আরো বেশি সময় দেওয়ার জন্যই আমি যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছি। ' 

ইউরোপের অন্য ক্লাবে না যাওয়ার কারণও জানালেন মেসি। তিনি বলেন, 'আমি ইউরোপে খেললে শুধু বার্সার জন্যই খেলতাম। অন্য ক্লাব থেকেও প্রস্তাব ছিলো, কিন্তু ইউরোপে আমার একমাত্র বার্সার জন্যই থাকা হতো। '

উল্লেখ্য, ইন্টার মায়ামিতে মেসির বেতন হবে বছরে ৫০ মিলিয়ন ডলার। সেইসঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে মেসি পাবেন অ্যাডিডাস এবং অ্যাপলের মতো বিশ্ববিখ্যাত এবং অন্যতম শীর্ষ ধনী দুই কোম্পানির সঙ্গে কাজের সুযোগ। যা মায়ামির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও অব্যাহত থাকবে। ক্লাবটির আংশিক মালিকানাও পাচ্ছেন মেসি।

news24bd/ARH