জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে, প্রধানমন্ত্রীকে রিজভী

জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে, প্রধানমন্ত্রীকে রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন- বিদেশি চাপের কাছে আমি মাথা নত করবে না। কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে। সীমান্তে যখন আমাদের লোককে গুলি করে তখন তো আপনাকে মাথা উঁচু করে থাকতে দেখি না। একটা প্রতিবাদও আপনাকে করতে দেখি না।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১২টার দিকে মতিঝিল বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান নিতে পল্টন চায়না টাউনের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হন বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি আরামবাগ নটরডেম কলেজের মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। ফলে বিদ্যুৎ ভবনে যেতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। বাধার মুখে আরামবাগ মোড়েই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে  এসব কথা বলেন রিজভী আহমেদ।

তিনি বলেন, এই বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্লান্ট আছে, তার মধ্যে শুধু ৪৯টি কোনোরকমে চালু আছে, বাকিগুলো বন্ধ।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সমাবেশে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সঞ্চালনা করেন।

উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু প্রমুখ।

news24bd.tv/তৌহিদ