হত্যা মামলায় ইমরান খানের ১৪ দিনের জামিন

সংগৃহীত ছবি

হত্যা মামলায় ইমরান খানের ১৪ দিনের জামিন

অনলাইন ডেস্ক

হত্যা মামলায় দুই সপ্তাহের পরিক্ষামূলক জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। আজ বৃহস্পতিবার দেশটির একটি আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের নথি থেকে এ তথ্য জানা গেছে। খবর আনাদোলু এজেন্সির।

 

ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ বুধবার একজন আইনজীবীকে হত্যার দায়ে ইমরানের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে জামিন দেন।

নিহত আইনজীবী সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উচ্চ রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করার জন্য বেলুচিস্তান হাইকোর্টে গিয়েছিলেন। দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের আইনজীবী মঙ্গলবার প্রাদেশিক রাজধানী কোয়েটায় অজ্ঞাত হামলাকারীদের গুলিতে নিহত হয়েছেন।

সরকার এবং ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল একে অপরকে হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে।

তবে নিহত আইনজীবীর ছেলে ইমরান খানকে মামলায় আসামি করেন।

৭০ বছর বয়সী ইমরান খান গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হয়েছিলেন। তিনি বেশ কয়েকটি মামলার মুখোমুখি হয়েছেন, বেশির ভাগই তার ক্ষমতাচ্যুতির পরে নথিভুক্ত করা হয়েছে।

news24bd.tv/SHS