বাগেরহাটে সরঞ্জামসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

বাগেরহাটে সরঞ্জামসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন (২৯) ও শেখ রিপন উদ্দিন নামে দই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সোহাগ বাগেরহাটের রামপাল উপজেলার বিচাকশ্রী গ্রামের সৈয়দ মুনতাজ আলীর ছেলে ও রিপন উদ্দিন একই উপজেলার কুমলাই গ্রামের শেখ আলী আকবরের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে বাগেরহাট সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ অনলাইন জুয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ম বহির্ভূতভাবে অনলাইনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে আসছে অনলাইন জুয়ার একটি চক্র।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাতেনাতে নগদ টাকা, মোবাইল ও কম্পিউটারসহ তাদের এই দুই অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাগেরহাট সিআইডি পুলিশের এসআই তুষার দেবনাথ বাদী হয়ে রামপাল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক