ইসরায়েলে বন্দুক হামলায় নিহত ৫

সংগৃহীত ছবি

ইসরায়েলে বন্দুক হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাজারেথের একটি শহরতলিতে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক অপরাধ সম্পর্কিত ঘটনাগুলোর মধ্যে একটি এই বন্দুক হামলা।

ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের জ্যেষ্ঠ চিকিৎসক আতাফ সালেম বলেন, ‘আমরা বড় দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। এটি খুব কঠিন দৃশ্য ছিল।

পাঁচজন আহত অজ্ঞান ছিল। তাদের শরীরে গুরুতর আঘাত লেগেছে। ’

চিকিৎসকেরা জানিয়েছেন, আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তারা মারা যায়।

ইসরায়েলি পুলিশ বলেছে, তারা ওই এলাকায় বড় বাহিনী পাঠিয়েছে এবং সন্দেহভাজনদের খোঁজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলি চালানোর পর একটি গাড়িতে আগুন ধরে যায় এবং সেটি পুড়ে যাওয়ার পরও জ্বলছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘নাজারেথের কাছে ভয়াবহ হত্যাকাণ্ডে আমি মর্মাহত। আমরা এই হত্যাকাণ্ড বন্ধ করতে বদ্ধপরিকর। ’

ইসরায়েলি জরুরি পরিষেবা অনুসারে, নাজারেথের অন্য একটি শহরতলিতে একটি পৃথক গুলি চালানোর ঘটনার কয়েক ঘণ্টা পর ঘটনাটি ঘটে। আগের ঘটনায় একটি তিন বছর বয়সী মেয়ে এবং ৩০ বছর বয়সী একজন গুরুতর আহত হয়েছিল।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক