বাংলাদেশের পাশে সবসময় থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফাইল ছবি

বাংলাদেশের পাশে সবসময় থাকার অঙ্গীকার যুক্তরাজ্যের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের অব্যাহত উন্নয়নে যুক্তরাজ্য সবসময় পাশে থাকবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রশংসনীয় বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৮ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে সারাহ কুক এ কথা বলেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারিত্ব মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

যুক্তরাজ্যের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ব্রিটেন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাষ্ট্রপতি আরও বলেন, পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু যেদিন যুক্তরাজ্যে পদার্পণ করেন সেই থেকেই বাংলাদেশ ও যুক্তরাজ্যের একসঙ্গে পথ চলা শুরু এবং কালের পরিক্রমায় এই সম্পর্ক আজ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিকসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।

এ সময় যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে তেল ও গ্যাসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি।

news24bd.tv/FA