মেসির ঘোষণায় হু হু করে বাড়ছে মিয়ামির ফলোয়ার

সংগৃহীত ছবি

মেসির ঘোষণায় হু হু করে বাড়ছে মিয়ামির ফলোয়ার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টারমিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। এমন ঘোষণার  পরপরই হু হু করে বাড়ছে ক্লাবটির ফলোয়ার সংখ্যা।  

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্লাবটির ফলোয়ার ছিল ১০ লাখ। মেসি যোগ দেওয়ার ঘোষণার দুইদিনে ক্লাবটির ফলোয়ার বেড়েছে ৫০ লাখের বেশি।

শুক্রবার এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্লাবটির ফলোয়ার দাঁড়িয়েছে ৬৪ লাখে।

মেজর লিগ সকারের (এমএলএস) দলগুলোর মধ্যে ইনস্টাগ্রামে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির অনুসারীসংখ্যা ছিল সবচেয়ে বেশি—প্রায় ১৪ লাখ। কিন্তু মেসির এক ঘোষণার পর ইনস্টাগ্রামে এমএলএসের ক্লাবগুলোর মধ্যে অনুসারীসংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেল মিয়ামি।

সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসির নামের ওজন কতটা, তা ২০২১ সালেই টের পেয়েছিল পিএসজি।

গোল ডটকমের তথ্যানুযায়ী, ২০২১ সালে মেসি পিএসজিতে যোগ দেওয়ার এক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে ক্লাবটির অনুসারী সংখ্যা ৫৬ লাখ বেড়েছিল। সব মিলিয়ে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় দেড় কোটিতে। এতে ইনস্টাগ্রামে ফরাসি সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ারে রেকর্ড গড়ে তারা। মেসি পিএসজি ছাড়তেও তার ওজন টের পেয়েছে পিএসজি। ফরাসি ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলার পর এক ধাক্কায় অনুসারীসংখ্যা কমেছে ৮ লাখ।  

news24bd/ARH