চাপ নিতে চাননি বলে বার্সায় ফেরেননি মেসি: জাভি

সংগৃহীত ছবি

চাপ নিতে চাননি বলে বার্সায় ফেরেননি মেসি: জাভি

অনলাইন ডেস্ক

বার্সেলোনায় কেন ফিরছেন না সেই ব্যাখ্যা দিয়েছেন লিওনেল মেসি।  সাক্ষাৎকারে মেসি নিজের স্বপক্ষে যুক্তি দেওয়ার পর বার্সেলোনাও দিয়েছে আনুষ্ঠানিক বিবৃতি। সেখানে বলা হয়, মেসি হয়তো ইউরোপিয়ান ফুটবলের অতিরিক্ত চাপ নিতে চান না বলে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নাম লেখাচ্ছেন।

এবার ক্লাবের সুরেই সুর মেলালেন মেসির এক সময়কার সতীর্থ এবং বর্তমানে বার্সার কোচ জাভি হার্নান্দেজ।

তার মতে, বার্সেলোনায় খেলার ‘চাপ’ এড়াতেই মেসি ইন্টার মায়ামিতে যাচ্ছেন। এছাড়া মেসির বার্সায় ফেরার পেছনে পিএসজির দুই বছরের তিক্ত অভিজ্ঞতা ভূমিকা রেখেছে বলে মনে করেন জাভি।

যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং সার্ভিস টুইচে জাভি বলেছেন, ‘পিএসজিতে গত দুই বছর মোটেও ভালো সময় কাটাতে পারেননি মেসি। খুব সম্ভবত সে এখন আর সেই চাপ নিতে চাচ্ছে না বলেই বার্সেলোনায় ফেরেনি।

বার্সেলোনায় ফিরলে তাকে ১০ নম্বরের মধ্যে ১০-ই পেতে হতো। সেটি হয়তো সে চায়নি। মেসি হয়তো এখন কম চাপের মধ্যে থেকে খেলাটা চালিয়ে যেতে চায়। ’

মেসিকে বার্সেলোনায় না পাওয়াটা জাভির জন্য ধাক্কাই। তবে তিনি মেনে নিচ্ছেন বিষয়টা। তার মতে, বার্সেলোনায় মেসির না ফেরা পুরোপুরি তাঁর ব্যক্তিগত পছন্দের ব্যাপার। বার্সেলোনা কোচ সে ব্যাপারে যথেষ্ট শ্রদ্ধাশীল, ‘মায়ামিতে যাওয়াটা পুরোপুরি মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত। একই সঙ্গে এখনকার পরিস্থিতিও আমাদের সহায়ক ছিল না। মেসির সিদ্ধান্ত আমাদের সম্মান করতে হবে। সে তো ইতিহাসেরই সেরা। ’

পিএসজি থেকে মেসিকে ফেরাতে জাভি নিয়মিতই যোগাযোগ রেখেছিলেন তার সঙ্গে। মেসি নিজেও জানিয়েছেন সে কথা। মেসির নিজেরও ইচ্ছে ছিল ফের বার্সায় ফেরার। তবে জাভি জানালেন, সবশেষ কয়েক দিনে নাকি মেসির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেন তিনি, ‘মেসির কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার ছিল না। আমরা অনেক সময় আরেকজনের অবস্থা ভেবে দেখি না। আমাদের মধ্যে অপরের প্রতি সহানুভূতির অভাব থাকে। দেখুন, মেসি যে মাপের খেলোয়াড়, তাকে সব সময় চাপে থাকতে হয়, সতর্ক থাকতে হয়। সে নির্ভার থাকতে পারে না। আচরণও করতে হয় নিখুঁত। প্রতিটি বিষয়ে তাকে সেরা হতেই হয়। ’

মেসি বার্সেলোনায় ফিরবেন, এটা নিয়ে সমর্থকেরা রীতিমতো মুখিয়ে ছিলেন, কিন্তু সেটি হয়নি। সমর্থকেরা বেশ হতাশই। তাদের প্রতিও সহানুভূতি আছে জাভির, ‘মেসির ফেরা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। সবাই দারুণ রোমাঞ্চিত ছিল। মেসি নিজেও রোমাঞ্চিত ছিল। ক্লাবও খুব করেই চেয়েছিল এটা। কিন্তু অনেক সময় অনেক কিছু হাতে থাকে না। পরিবেশ ও পরিস্থিতির কারণে চাওয়াটা বাস্তব হয় না। ’

news24bd.tv/SHS