টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত 

প্রতীকী ছবি

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত 

অনলাইন ডেস্ক

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে অপর এক বন্ধু। শনিবার (১০ জুন) রাতে লালমনিরহাটের কাকিনা-রংপুর মহিপুর সড়কে গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই এলাকার আজির আলীর ছেলে শাহা আলম (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে তিন বন্ধু কাকিনা-মহিপুর সড়কের গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে যায়। সেখানে চলন্ত অবস্থায় মোবাইলে টিকটকের ভিডিও করছিল তারা। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা ওয়াজেদ আলী ও শাহা আলমকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে নিহতরা আমার থানা এলাকার হলেও ঘটনাস্থল গংগাচওড়া থানা এলাকায়।

news24bd.tv/রিমু