সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের ইতিহাস জকোভিচের

সংগৃহীত ছবি

সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের ইতিহাস জকোভিচের

অনলাইন ডেস্ক

চোটের কারণে এবারের ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতে পারেননি রাফায়েল নাদাল। ক্লে কোর্টের রাজার অনুপস্থিতিতে তারই নিজের করে নেওয়া টুর্নামেন্ট জিতে নতুন ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। এতদিন সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন জকোভিচ ও নাদাল। তবে রোববার কাসপার রুডকে হারিয়ে এককভাবে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ের নতুন ইতিহাস লিখলেন এই সার্বিয়ান তারকা।

   

অথচ রোলাঁ গারোঁয় শুরুটা দুর্দান্ত হয় রুডের। প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে ৩-০ গেমে এগিয়ে দারুণ কিছুর আভাস দেন তিনি। তবে তার ওই দাপুটে পারফরম্যান্সের বলা যায় ওখানেই শেষ। ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় তুলে নেন জকো।

তিনি ফাইনাল জেতেন ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫ গেমে।

গ্র্যান্ড স্লাম জয়ে পেছনে পড়ে গেলেও জকোভিচের ইতিহাস গড়ার পর তাকে অভিনন্দন জানাতে ভোলেননি স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। এক টুইট বার্তায় এই সার্বিয়ানকে শুভেচ্ছা জানিয়ে নাদাল লিখেছেন, ‘এই অসাধারণ অর্জনের জন্য অভিনন্দন জকোভিচ। কিছুদিন আগেও এই ২৩ সংখ্যাটিকে অবাস্তব মনে হচ্ছে এবং তুমি সেটি সম্ভব করে দেখিয়েছো। এই মুহূর্তটি পরিবার এবং দলের সঙ্গে উপভোগ করো। ’ 

এ নিয়ে তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতলেন জকোভিচ। রেকর্ডবুকে নতুন করে নিজের নাম তোলার পর জকোভিচ বলেছেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে আমার জীবনে ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছি। এটা অবিশ্বাস্য। ৭ বছর বয়সে আমি স্বপ্ন দেখেছি একদিন আমি উইম্বলডন জিতবো এবং বিশ্বের এক নম্বর হবো। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পেরে কৃতজ্ঞ এবং ধন্য। ’

news24bd.tv/SHS