পরিবেশ সুষ্ঠু থাকলে হাতপাখা সর্বোচ্চ ভোটে জয়ী হবে : ফয়জুল করীম

ফাইল ছবি

সিটি কর্পোরেশন নির্বাচন

পরিবেশ সুষ্ঠু থাকলে হাতপাখা সর্বোচ্চ ভোটে জয়ী হবে : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু আছে, দিনের বাকী সময়ে মানুষ ভোট দিতে পারলে হাতপাখা সর্বোচ্চ ভোটে জয়ী হবে বলে আশাবাদী বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী ফয়জুল করীম।

সোমবার (১২ জুন) শহীদ আবদুল রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি জানান, এখন পর্যন্ত প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট তিনি। কোনো কেন্দ্রে এজেন্ট বের করে দেয়ার ঘটনা ঘটেনি। এছাড়া ইভিএম নিয়ে কোনো অভিযোগ নেই।

তবে রেজাল্ট শিট হাতে লেখা নয়, বরং প্রিন্টিং কপি চান এ মেয়রপ্রার্থী।

বরিশালে মেয়র পদে নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় পার্টির প্রার্থী থাকলেও আলোচনায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল। জ্বালানি হিসেবে গ্যাসের অভাবে কাঙ্ক্ষিত শিল্প-কারখানা গড়ে না ওঠায় ভোলা থেকে গ্যাস সংযোগের দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

বরিশালে ৭ মেয়র প্রার্থীরা হলেন- মো. আলী হোসেন হাওলাদার (স্বতন্ত্র, হরিণ), মিজানুর রহমান বাচ্চু (জাকের পাটি, গোলাপফুল), আবুল খায়ের আব্দুল্লাহ (বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা), মো. ইকবাল হোসেন (জাতীয় পার্টি, লাঙ্গল), মো. আসাদুজ্জামান (স্বতন্ত্র, হাতি), মো. কামরুল আহসান (স্বতন্ত্র, টেবিল ঘড়ি ও মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম: ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা।

এই সিটিতে ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

সিটি করপোরেশনে মেয়র একজন, ৩০ জন সাধারণ কাউন্সিলর, ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হবেন। মোট ভোটকেন্দ্র ১২৬টি ও ভোটকক্ষ ৮৯৪টি।

news24bd.tv/FA