ভোট না পেলে পরাজয় মেনে নেয়ার ঘোষণা তালুকদার খালেকের

সংগৃহীত ছবি

সিটি করপোরেশন নির্বাচন

ভোট না পেলে পরাজয় মেনে নেয়ার ঘোষণা তালুকদার খালেকের

নিজস্ব প্রতিবেদক

মানুষ ভোট না দিলে পরাজয় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক।

সোমবার (১২ জুন) নগরীর পাইওনিয়ার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব বলেন খালেক। এসময় তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। ৪টার মধ্যে যারা কেন্দ্রে থাকবে তাদের ভোট নিতে হবে।

খুলনার চলমান উন্নয়নকে এগিয়ে নিতে মানুষ নৌকায় ভোট দেবে।

তালুকদার খালেক বলেন, ৬০-৬৫% ভোট কাস্ট হবে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ার আশা করছেন এই মেয়রপ্রার্থী। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো আছে বলেও উল্লেখ করেন তিনি।

খুলনা সিটিতে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন; নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

সিটি করপোরেশনে একজন মেয়র, ৩১ জন সাধারণ কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হবেন। মোট ভোটকেন্দ্র ২৮৯টি; ভোটকক্ষ ১৭৩২টি।

news24bd.tv/FA