‌‌‌‘খুলনায় ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ’

সংগৃহীত ছবি

‌‌‌‘খুলনায় ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ’

অনলাইন ডেস্ক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৬ ঘণ্টায় ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন। আজ সোমবার বেলা দুইটায় মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান তিনি।

সকাল আটটা থেকে খুলনা সিটি করপোরেশনের নির্বাচন শুরু হয়েছে। ভোট গ্রহণ শেষ হবে বিকেল চারটায়।

সিটি করপোরেশন গঠন হওয়ার পর এর আগে খুলনায় পাঁচবার নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে বিএনপির প্রার্থী তিনবার আর আওয়ামী লীগের প্রার্থী দুবার মেয়র পদে জয় পান।

এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় ৫ লাখ ৩৬ হাজার। নগরের ৩১টি ওয়ার্ডের আওতায় ২৮৯টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে।

এসব কেন্দ্রে ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৭৩২। সব কেন্দ্রেই ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট নেওয়া হচ্ছে।

ভোট গ্রহণ শুরুর পর শহরের কেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি ছিল কম। বেলা ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে শহরতলির কয়েকটি এলাকায় সকাল থেকেই ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

news24bd.tv/আইএএম