ভোট দিতেও কেন বরিশাল এলেন না সাদিক আবদুল্লাহ?

সংগৃহীত ছবি

ভোট দিতেও কেন বরিশাল এলেন না সাদিক আবদুল্লাহ?

অনলাইন ডেস্ক

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোট দিচ্ছেন না বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গত ২৬ মে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই বরিশালের বাইরে অবস্থান করছেন তিনি। আজ সোমবার (১২ জুন) ভোটের দিনও তিনি বরিশালে ফেরেননি। এ নিয়ে ভোটের মাঠে নানা আলোচনা চলছে।

বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে এবার আওয়ামী লীগের মনোনয়ন পান সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়ন নিয়ে শুরু থেকেই চাচা-ভাতিজার মধ্যে বিভেদ চলছিল। এই বিভেদ ঘোচাতে দলের কেন্দ্রীয় নেতারা নানামুখী তৎপরতা চালান। সাদিক আবদুল্লাহ ও তাঁর বাবা আবুল হাসানাত আবদুল্লাহর অনুসারী আওয়ামী লীগ নেতারা শুরু থেকেই দূরে ছিলেন।

প্রচার-প্রচারণা শুরুর পর দূরে থাকা নেতারা নিজেদের মতো করে প্রচার চালালেও অবিশ্বাস দূর হয়নি। খায়ের আবদুল্লাহ তাঁর বিশ্বস্ত নেতা-কর্মীদের নিয়েই পুরো নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

বরিশালে ভোটের মাঠে আলোচনা রয়েছে, নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে ভাতিজা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর সঙ্গে বিভেদ চলছে খায়ের আবদুল্লাহর। আওয়ামী লীগের একটি পক্ষ যাঁরা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী, তাঁরা দলের মেয়রপ্রার্থীর পক্ষে মাঠে নামেননি। মেয়রপ্রার্থী খায়ের আবদুল্লাহর অনুসারীদের অভিযোগ, দলের এই অংশ তাঁদের বিপক্ষে কাজ করছেন।

দলে বিভেদের বিষয়ে আবুল খায়ের আবদুল্লাহ গতকাল গণমাধ্যমকে বলেন, ‘দলের সবাই আমার সঙ্গে আছেন। নেতৃত্বের প্রতি আস্থা রেখে সবাই আমার জন্য কাজ করছেন। আর যাঁদের সঙ্গে বিরোধ আছে বা তৈরি হয়েছে, তাঁদের একত্র করে কাজ করার চেষ্টা করছি। অন্যরা কাজ করবেন কি না, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। ’

ভোটের দিনে বড় ভাই আবুল হাসানত আবদুল্লাহ এবং ভাতিজা বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ আপনার পাশে থাকবেন কি না—এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরি, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। ’

নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আবুল খায়েরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর আমিন উদ্দীন গণমাধ্যমকে বলেন, দলের উচ্চপর্যায় থেকেই তাঁকে (সাদিক আবদুল্লাহ) নির্বাচনের আগে বরিশালে না আসার জন্য নির্দেশনা রয়েছে।